আমাদের সম্পর্কে
PM DREAM IT মূলত একটি ব্লগিং ওয়েবসাইট । তবে এটি ব্লগিং ওয়েবসাইট হলেও এর একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। PM DREAM IT এর মূল উদ্দেশ্য হলো- যে সমস্ত ভিজিটর এই ওয়েবসাইটে আসবে তারা যেন তাদের কাঙ্ক্ষিত তথ্য পায়। তারা যেন কোনো ভাবেই এই PM DREAM IT এর কাছে কোনো প্রকারে প্রতারিত না হয়। এই PM DREAM IT ব্লগিং ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পোস্ট পাবলিশ করা হয়ে থাকে। যেমনঃ সকল ধরনের IT সম্পর্কিত (মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, অনলাইন ইনকাম, আরটিফিসিয়াল ইন্টেলিজেন্স, ফেসবুক, ইউটিউব, গুগল ইত্যাদি ) তথ্য পাবেন। তাই ১০০% সঠিক তথ্য পেতে PM DREAM IT এর পাশে থাকুন।
PM DREAM IT এর উদ্দেশ্য
PM DREAM IT এর মূল উদ্দেশ্য হলো সকল ভিজিটরদের সঠিক তথ্য প্রদানের মাধ্যমে একটি নির্দিষ্ট লক্ষে পৌছাই দেওয়া। যেমন কেউ যদি অনলাইন ইনকাম ক্যাটাগরির কোনো পোস্ট পড়ে তাহলে সে যেন কোনো রকম সমস্যা ছাড়াই খুব সহজেই অর্থ উপার্জনের জন্য নিজেকে প্রস্তুত করে তুলতে পারে। PM DREAM IT এর আরেকটি উদ্দেশ্য হলো নিজে উদ্যোগতা হয়ে দেশের বেকারত্ব কমানো।
পি এম ড্রিম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url