ওয়ার্ক আপ জব বাংলাদেশ I Work up job Bangladesh
প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটি অসাধারন ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি , যেখান থেকে আপনারা খুব সহজেই ১০০% বিশ্বস্ততার সাথে টাকা ইনকাম করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তাই দেরি না করে চলুন সেই ওয়েবসাইট সম্পর্কে জানি।
ওয়ার্ক আপ জবে কিভাবে একাউন্ট খুলতে হয় এবং কি কি লাগে?
"WORK UP JOB" এ একাউন্ট খুলতে হলে প্রথমে এই লিঙ্ক এ চাপ দিন। চাপ দেওয়ার পর এমন একটি ফলাফল দেখতে পাবেন।
একাউন্ট খোলার সময় অবশ্যই আপনার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সাথে রাখবেন এবং সেই অনুযায়ী রেজিস্ট্রেশন ফরম পূরণ করবেন । কারণ একাউন্ট খোলার পর অর্থাৎ কাজ করার পর আপনি যখন আপনার কষ্টের টাকা উত্তোলন করবেন তখন "WORK UP JOB" এর মালিকপক্ষ আপনার খোলা একাউন্টের ভেরিফিকেশন করতে বলবে ঠিক সেই সময় আপনি যে আইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে একাউন্টটি খুলেছিলেন সেই কার্ড এর ছবি আর আপনার ছবি একসঙ্গে তুলে জমা দিতে হবে। তাহলে তারা সবকিছু চেক করে আপনার একাউন্টটি একটিভ করে দিবে। যার ফলে আপনার একাউন্ট নষ্ট হওয়ার ভয় থাকবে না। এজন্য একাউন্ট খোলার সময় অবশ্যই খুব সতর্কতার সাথে নির্ভুল ও সঠিক তথ্য দিয়ে একাউন্ট খুলবেন। তাহলে "Register" বাটনে ক্লিক করলে নিচের ছবির মতো ফলাফল পাবেন।
ফরমটি সঠিক ভাবে পূরণ করতে হবে । ভুল তথ্য দিলে টাকা উত্তোলনের সময় আপনাকে অনেক ঝামেলা পহাতে হবে। তাই সঠিক তথ্য দিয়ে পূরণ করাই ভালো। তাহলে রেজিস্টারে ক্লিক করার পর যে ফরম পাবেন তাতে আপনার নাম, ইমেইল, ও শক্তপক্ত একটি পাসওয়ার্ড দিয়ে "I am not a robot" এর ঘরে ক্লিক করে নিচে যে আরেকটি "I agree..." বক্স আছে তা ক্লিক করে "create account" এ ক্লিক করলেই আপনার একাউন্ট খোলা হয়ে যাবে।
আপনার ওয়ার্ক আপ জব একাউন্টটি কিভাবে ফুল সেট আপ করবেন?
আপনি যেহেতু এই "WORK UP JOB" সাইটে কাজ করার জন্য এসেছেন সেহেতু আপনার একাউন্টটি যেন নষ্ট হয়ে না যায় সেজন্য আপনাকে আপনার প্রফাইলে যাবতীয় ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তার জন্য আপনাকে "My profile" এ ক্লিক করে Manage Profile এ যেতে হবে থাহলে এরকম ইন্টারফেস আসবে-
সকল ডকুমেন্ট ও তথ্য সঠিক ভাবে দেওয়া হলে "save information/ update information" এ ক্লিক করলেই আপনার প্রোফাইলটি ভেরিফিকেশন হয়ে যাবে।
এই অপশনের ভেতরেই আপনি আপনার একাউন্টের পাসওয়ার্ড, সিকিউরিটি কোড সেট করতে পারবেন। আবার আপনি যদি মনে করেন যে আপনার একাউন্টটি দরকার নেই তাহলে আপনি আপনার একাউন্ট ডিলেট করতে পারবেন।
ওয়ার্ক আপ জবে কাজ করার জন্য কি কি স্কিল দরকার ?
"WORK UP JOB" এ কাজ করার জন্য খুব বেসি কিছু জানার প্রয়োজন নেই। কারণ এই কাজ ফোন বা ল্যাপটপ এর যে কোনো একটি দিয়ে সহজেই করা সম্ভব। যেহেতু কাজগুলো ফোন দিয়েও করা যায় তাহলে বুঝতে পারছেন কাজগুলো কত সহজ। এই "ওয়ার্ক আপ জব" এ কাজ করার জন্য শুধুমাত্র ইন্টারনেট ব্রাউজিং, স্ক্রিনশট নেওয়া, ছোট খাট ফরম পুরণ করা জানলেই কাজগুলো করা সম্ভব।
ওয়ার্ক আপ জবে কি কি কাজ পাওয়া যায় ও কিভাবে কাজ করতে হয়?
"ওয়ার্ক আপ জব" এ বিভিন্ন ধরনের কাজ পাওয়া যাই, তার মধ্যে যেগুলো কাজ সহজ সেগুলো হলো ইউটিউব ভিডিও দেখা, লাইক করা, কমেন্ট করা, সাবস্ক্রাইব করা, ফেসবুক পেজ এ লাইক করা, ফলো করা, ওয়েবসাইট ভিজিট করা সহ আরও অনেক কাজ রয়েছে। এখানে কাজ করার জন্য আপনি আপনার পছন্দ অনুযায়ী সময় নিয়ে কাজ করতে পারবেন অর্থাৎ যখন খুশি তখন। আর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে কাজের কোনো লিমিট নেই, যত খুশি ততো কাজ করতে পারবেন। আপনারা যখন এই ওয়ার্ক আপ জবে একাউন্ট খুলবেন এবং কিছুদিন কাজ করবেন তখন সকল কাজ বুঝতে পারবেন। কাজ কিভাবে করবেন, কাজ করতে পারবেন কি না এসকল ভয় ভীতি থেকে দূরে থাকুন। কিভাবে কাজগুলো করবেন এবং কিভাবে কাজ জমা দিবেন তা সুন্দর ভাবে একটি স্ক্রিনশট এর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি-
আপনার একাউন্টটি লগ ইন করার পর বাম সাইটের মেনুতে "Find jobs" নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করলে সকল ধরনের কাজ আপনার সামনে চলে আসবে। উপরের ছবিতে খুবই স্পষ্টভাবে কাজ কোথায় পাবেন তা বুঝিয়ে দেওয়া হলো-
আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি কাজের উপর ক্লিক করবেন (যেমনটি আমি "subscribe my channel" কাজটির উপর ক্লিক করেছি) কাজটি আপনার সামনে চলে আসবে। কাজটি কিভাবে করবেন তার নির্দেশনা আপনার ক্লাইন্ট সুন্দরভাবে লিখিত আকারে বুঝিয়ে দিয়েছেন। আপনাদের সুবিধার জন্য আমি একটি কাজ সিলেক্ট করে তা বুঝিয়ে দিচ্ছি-
কাজগুলো করার পর নিচে দেখবেন কয়েকটা খালি বক্স দেওয়া আছে। সেগুলোতে কাজের কিছু প্রমাণ দিতে হবে। কি কি প্রমাণ দিতে হবে সেটা নিরদেশনাতেই দিয়ে দেওয়া থাকে। তাই এটা নিয়েও চিন্তা করার কোনো প্রয়োজন নেই। প্রথমে আপনার জিমেইল, তারপর ভিডিও দেখার শুরুতে একটা ঙ্ক্রিনশট এবং ভিডিও দেখার শেষে একটি ঙ্ক্রিনশট এর ছবি আপলোড করে নিচের সাবমিট বাটনে ক্লিক করলেই কাজটি সম্পন্ন হয়ে যাবে। মনে রাখবেন, কাজের প্রমাণ যদি ভুল দেন তাহলে কিন্তু কাজটি মালিকপক্ষ তার জন্য কন পেমেন্ট করবে না। তাই অনেক সতর্কতার সাথে কাজগুলো করবেন এবং সঠিক স্ক্রিনশট দিবেন। কাজটি submit করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস দেখাবে-
এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হলো- প্রতিটা কাজের একটা লিমিটেশন থাকে। যেমন একটি কাজের জন্য যদি ৫০ বা ১০০ জনের জন্য থাকে তাহলে ১০০ জনই কাজটি করতে পারবে। ১০১জন পারবে না। অর্থাৎ ১০০ জন কাজটি শেষ করার মধ্যেই আপনাকে কাজটি শেষ করে জমা দিতে হবে।
ওয়ার্ক আপ জব কি সত্যিই পেমেন্ট করে কি না তার প্রমাণ
"ওয়ার্ক আপ জব" সাইটটি ২০১৬ সাল থেকে একিভাবে পেমেন্ট করে আসছে। তবে বর্তমানে কাজের মজুরি পূর্বের তুলনাই একটু বৃদ্ধি করেছে। এই ওয়ার্ক আপ জব সাইট পেমেন্ট করে কি না তা আমি আপনাদের প্রমাণ করে দেখাচ্ছি। যেহেতু আমি অনেকদিন যাবত কাজ করেছি এবং কখনোই আমার কষ্টের টাকা মার যাইনি। পেমেন্ট এর প্রমাণ দেখানোর জন্য আমি চলে যাচ্ছি মেনু বারের "My work" থেকে "My work" অপশনে । তাহলে এমন একটি ইন্টারফেস দেখাবে-
তারপর মেনু বার থেকে "Transection" অপশনে ক্লিক করে "Withdraw" অপশনে ক্লিক করলে আপনার "Withdraw History" দেখতে পারবেন। আমার "Withdraw History" আমি ঙ্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি-
ওয়ার্ক আপ জবে কিভাবে টাকা তুলতে হয়?
এই "WORK UP JOB" এ কাজ করে কিভাবে টাকা তুলবেন, এবং কিভাবে টাকা আপনার হাত পর্যন্ত পৌছাবে তার সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। শুধু একটু ধৈর্য ধরে সম্পূর্ণ পোস্টটি পড়ুন তাহলে আপনার মধ্যে কোনো ধরনের সমস্যা থাকবে না।
ওয়ার্ক আপ জব সম্পর্কে মতামত
এই "WORK UP JOB" সাইটে আমি অনেকদিন যাবৎ কাজ করছি এবং পেমেন্টও পাচ্ছি। আর এই সাইটটি ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত চলছে। এই সাইটে কাজ করার জন্য কোনো ধরা বাঁধা সময় নেই, কাজের কোনো লিমিট নেই । আপনি যদি এই সাইটে প্রতিদিন ৪ থেকে ৫ ঘন্টা করে সময় দেন তাহলে মাস শেষে আপনি ভালো পরিমান টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি মোবাইল ফোন বা ল্যাপটপ পরিচালনার দিক থেকে অনেক দুর্বল হয়ে থাকেন তাহলে এই জবটি আপনার জন্য সেরা জব হবে বলে আমি মনে করি। তাই দেরি না করে আজই একটি একাউন্ট খুলে কাজ শুরু করে দিন। আর এরকম আরও বিশ্বস্ত ইনকাম সাইটের তথ্য ও বিভিন্ন আইটি সম্পর্কিত তথ্য পেতে "PM DREAM IT" এর সাথে থাকুন। অনেক ধৈর্য সহকারে এই পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পি এম ড্রিম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url