স্মার্ট ফোনে কিভাবে কনফারেন্স কল করবেন?
আমি আজ আপনাদের সাথে একটি মজার বিষয় সহভাগিতা করতে যাচ্ছি। শুরুতেই আপনাদেরকে স্বাগতম জানাই এই পোস্ট এ আসার জন্য। আজকে আমি আপনাদের সাথে যে মজার বিষয়টি সহভাগিতা করব তা হলো- আপনি কিভাবে একটি ফোন দিয়ে একই সময়ে একসঙ্গে একের অধিক জনের সাথে কথা বলতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
স্মার্ট ফোনে অডিও কলে একসঙ্গে অনেক জনের সাথে কথা বলতে হলে কেমন ফোনের দরকার?
অডিও কলে একসঙ্গে অনেক জনের সাথে কথা বলতে হলে যেকোনো ধরনের ফোন হলেই হবে। তবে আপনি যাদেরকে ফোন করবেন তাদের নাম্বার আপনার ফোনের ডায়াল অপশনে থাকতে হবে না হলে ফোন কল করার সময় নাম্বার খুঁজে পাবেন না। তাই কল করার পূর্বে নাম্বার আছে কি না তা নিশ্চিত হয়ে নিন।
স্মার্ট ফোনের ক্ষেত্রে কিভাবে একের অধিক জনকে ফোন করব?প্রথমে আপনাকে স্মার্ট ফোনের ডায়াল অপশনে যেতে হবে। ডায়াল অপশন থেকে যাকে ফোন করবেন তাকে ফোন দিন। তাকে ফোন দেওয়ার পর সে যদি আপনার ফোন কল রিসিভ করে তাহলে তাকে লাইনে থাকতে বলুন। এবং লাইনে থাকা অবস্থায় ডান সাইডে যে থ্রি ডট চিহ্ন আছে তাতে ক্লিক করে "Add call" এ ক্লিক করতে হবে। তারপর দ্বিতীয় ব্যক্তির নাম্বার বের করে তাকে ফোন করতে হবে। সে ফোন কল রিসিভ করলে কলটি "Marge" করতে হবে। তাহলেই আপনার ফোনটি কনফারেন্স কলে পরিণত হয়ে যাবে।
কনফারেন্স কল কি?
যখন একটি ফোন দিয়ে একই সময়ে একাধিক ব্যক্তির সাথে কথা বলা হয় তখন তাকে কনফারেন্স কল বলে।
বাটন ফোনের ক্ষেত্রে কিভাবে একের অধিক জনকে ফোন করব?
বাটন ফোনের ক্ষেত্রে আপনাকে প্রথমে যাকে ফোন করবেন তার নাম্বার এবং দ্বিতীয় ব্যক্তির নাম্বার আপনার ডায়াল অপশনে রাখুন। তারপর প্রথমে দুইজন ব্যক্তির মধ্যে যেকোনো একজন ব্যক্তিকে ফোন দিন। প্রথম ব্যক্তি আপনার ফোন কল রিসিভ করলে তাকে লাইনে থাকতে বলুন। সে ব্যক্তি লাইনে থাকা অবস্থায় দ্বিতীয় ব্যক্তিকে ফোন দিন। দ্বিতীয় ব্যক্তিকে ফোন কলের জন্য ফোন কল লাইনে থাকা অবস্থায় বাটন ফোনের স্ক্রিনের বাম পাশে যে অপশন লেখা আছে তাতে চাপ দিন। তারপর সেখানে দেখবেন বেশকিছু অপশন থাকবে, তার মধ্যে থেকে "Add new call" লেখাটির উপর ক্লিক করুন তারপর দ্বিতীয় ব্যক্তির ফোন নাম্বার বের করে তাকে ফোন করুন। সে আপনার ফোন কলটি রিসিভ করার পর আবার বাম পাশের উপরের বাটনে চাপ দিন তাহলে বেশকিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে ফোন কলটি "Marge" করুন। তাহলেই দেখবেন আপনার ফোন কলটি কনফারেন্স কলে পরিণত হয়ে গেছে। এর পরেও যদি আপনি আর একজন ব্যক্তিকে আপনার ফোন কলে যোগ করতে চান তাহলে একি ভাবে করুন দেখবেন কাজ হয়ে গেছে।
কনফারেন্স কলের উপকারিতা কি?
কনফারেন্স কলের অনেক উপকারিতা রয়েছে। আমি এ পর্যন্ত এর কোনো অপকারিতা খুঁজে পাই নি। যদি আপনি পেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। আমিও যেন আপনার দ্বারা উপকৃত হতে পারি। এর বিশেষ কিছু উপকারিতা রয়েছে তা হলো-
- একই সময়ে একাধিক ব্যক্তির সাথে কথা বলা যায়।
- যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে তাহলে তা সুন্দর ও সঠিক ভাবে আলোচনা করা যায়।
- এই কনফারেন্স কলের মাধ্যমে কম খরচে একাধিক ব্যক্তির সাথে কথা বলা যায়, যেখানে ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটস অ্যাপ এ উভয় পক্ষের এমবি থাকতে হয়। কিন্তু এখানে একজনের ফোনে মিনিট বা টাকা থাকলেই যথেষ্ট। তবে টাকা না রেখে মিনিট থাকাটাই ভালো।
- এই ফোন কলের জন্য কোনো ধরনের আলাদা কোনো স্পেশাল ফোনের দরকার হয় না। যেকোনো ফোন হলেই হয়।
পি এম ড্রিম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url